স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষার সর্বশেষ ফলাফলে বানিয়াচঙ্গ উপজেলায় সফলতার শীর্ষ স্থান দখল করেছেন কাউরিয়াকান্দি হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়।
এ বছর ওই বিদ্যালয় থেকে ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সকলেই উর্ত্তীণ হয়েছে। স্কুলটি এবার শতভাগ পাশ করে বানিয়াচঙ্গ উপজেলায় সফলতার দিকে শীর্ষ স্থান দখল করেছে।
এই অবিস্মরণীয় ফলাফলের জন্য স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, শিক্ষকমন্ডলী ও অধ্যয়ণরত সকল শিক্ষার্থী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এই সাফল্যের জন্য শিক্ষকমন্ডলী ও উত্তীর্ণ পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। সাথে সাথে তিনি ভবিষ্যতে এই সাফল্যধারা অব্যাহত রাখাতে প্রয়োজনীয় সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।