বানিয়াচং প্রতিনিধি ॥ ভারী বর্ষণের কারনে বানিয়াচং-আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা সড়কের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। রবিবার দুপুরে ওই রাস্তার বিভিন্ন অংশে ভাঙনের খবর শুনে পরিদর্শনে গিয়ে জরুরিভিত্তিতে ওই রাস্তার ভাঙন কবলিত অংশগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপকে নির্দেশ দেন এমপি মজিদ খান।
ওই এলাকায় নিয়মিত চলাচলকারী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এই মুহুর্তে ওই গুরুত্বপূর্ণ সড়কটির ভাঙা অংশগুলি সংস্কার না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের তির আশঙ্কা রয়েছে। সড়ক পরিদর্শনকালে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান। এছাড়াও এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ¯’ানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।