স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নয়টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। একই সাথে সদর উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মানা স্মারক তুলে দেন-জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এর আগে সিলেট বিভাগে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ক্রেস্ট পান মোতাচ্ছিরুল ইসলাম।