স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নতুন করে আরো ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল জানান, গতকাল সোমবার সিলেট থেকে আসা রিপোর্টে ১১ জন ও ঢাকার সার্ভে টিমের রিপোর্টে ২ জন এর পজিটিভ সনাক্ত হয়েছে। তন্মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১২ জন, চুনারুঘাটের ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৯২২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪০৫ জন।