নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ শতাধিক আহত হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ৫পুলিশ সদস্যও আহত হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে ইনাতগঞ্জ ইউনিয়নের মনসুরপুর ও রমজানপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে রমজানপুর গ্রামের আওয়ামীলীগ নেতা শকদিল হোসেনের গরু পার্শ্ববর্তী মনসুরপুর গ্রামের জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান মসুদ আহমেদ জিহাদীর বড় ভাই নাজিরুল ইসলামের জমির ফসলের ক্ষতিসাধন করে। এ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে দু’গ্রামবাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘন্টাব্যাপি সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ৫পুলিশও আহত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ৩০জনকে সিলেট মেডিকেলে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাকীদের নবীগঞ্জ হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে প্রাথমিকভাবে আব্দুল মতিন, মাজিদ মিয়া, মুনির মিয়া, রুবেল মিয়া, সুহেল মিয়া, সুমন মিয়া, জুয়েল মিয়া, জিলু মিয়া, বক্কর মিয়া, সাদ্দাম মিয়া, নুরুল ইসলাম, রুমেল মিয়া, মামুন মিয়া, আলিফ উদ্দিন ও ছাবিনা বেগমের নাম পাওয়া গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি তদন্ত কে এম আজমিরুজ্জামান জানান, সংঘর্ষ থামাতে গিয়ে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এলাকার উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।