মাধবপুর প্রতিনিধি ॥ বান্ধবীকে নিয়ে প্রমোদভ্রমন শেষে মোটরসাইকলেযোগে বাড়ি ফেরার পথে লাশ হলেন যুবক-যুবতী। গতকাল শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার কররা নাম স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ঢাকার নারায়নগঞ্জ জেলা সদরের লাল মিয়া চর গ্রামের সৈয়দ আলীর ছেলে ইমন আলী (২৫) ও তার বান্ধবী জান্নাত আরা (২৪)।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ইমন আলী ও তার বান্ধবী জান্নাত আরা সহ বেশ কজন বন্ধু মিলে গত ৯ জুলাই ঢাকা থেকে বাইকে চড়ে শ্রীমঙ্গল প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য দেখতে ভ্রমনে বের হয়েছিলেন। গতকাল শনিবার সকালে সবাই একযোগে মোটরসাইকেলে ফেরার পথে বৃষ্টির মাঝে দ্রুতগামী ইমনের মোটরসাইকেল উঁচু জায়গায় উঠে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারান। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইমন ঢাকার উত্তরায় একটি শপিংমলে ডিএসএলআর ক্যামেরার ব্যবসা করতেন।