নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রঘুদাউদপুরে মামলা পাল্টা মামলা নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পূর্ব বিরোধের জের ও মাছ ধরা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ প্রেক্ষিতে ওই উপজেলার দীঘলবাক ইউনিয়নের রঘুদাউদপুর গ্রামের মোঃ তৈয়ব আলীর বাড়িতে গত ১৪ জুন বিকাল ৫টার দিকে একই গ্রামের আব্দুল জলিলের লোকজন তৈয়ব আলীর বাড়িতে ভাংচুর ও লুটপাট এবং মহিলাদের শ্লীলতাহানি করে। এঘটনায় তৈয়ব আলীসহ ১০জন আহত হয়। এ ঘটনায় গত ২৯ জুন তৈয়ব আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১৯জনকে আসামী করে মামলা দায়ের করেন। এদিকে গত ৫ জুলাই মামলার আব্দুল জলিলের স্ত্রী আফিয়া বেগম বাদী হয়ে তৈয়ব আলী সহ ৯ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা পাল্টা মামলা নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।