স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পনা কমিশনের সদস্য সচিব মো: জাকির হোসেন আকন্দ হবিগঞ্জ আগমন উপলক্ষে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ জেলার বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, মেয়র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দপ্তরের করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। সচিব জেলার সার্বিক পরিস্থিতি অবলোকনের নিমিত্ত মাধবপুর, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিদর্শন করেন।