স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদারিয়া গ্রাম থেকে শিকা (২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আবু মিয়ার কন্যা গতকাল শুক্রবার সকালে ঘরের তীরের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।