চুনারুঘাট প্রতিনিধি ॥ গতকাল এনজিও রিলেশনের কেন্দ্র প্রধানদের এক সমাবেশ অনুষ্টিত হয়েছে। গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের প্রফেসর বাড়ীতে অনুষ্টিত হয় ওই সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আফতাব আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মজলিস মিয়া একাডেমির অধ্যক্ষ শফিকুর রহমান জামাল। সমাবেশে রিলেশনের বিভিন্ন কেন্দ্র প্রধান ও সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে রিলেশনের প্রধান নির্বাহী মুজিবুল হক শ্রেষ্ট কেন্দ্র প্রধান ও শ্রেষ্ট সদস্যদেরকে বিশেষ পুরস্কারে ভুষিত করেন। শ্রেষ্ট কেন্দ্র প্রধানের পুরস্কার লাভ করেন ধুবরাজ ঝড়া ও মনোয়ারা বেগম এবং শ্রেষ্ট সদস্য হিসেবে পুরস্কার জিতে নেন লিলু বেগম।