স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন জমে উঠেছে। প্রার্থী ও সমর্থকরা জোর প্রচারণা শুরু করেছেন। দাতা প্রতিনিধি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রফেসর মোঃ আব্দুল হাই। ইতিপূর্বে কলেজ শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো দুই জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মোঃ আব্দুস সালাম ও শওকত আলী। তবে স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি হিসাবে ৪জন রয়েছেন ভোট যুদ্ধে। আগামী ২৯শে মে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। স্কুল শাখায় ভোটার সংখ্যা ৮৫৩টি। এদের মধ্যে নির্বাচনে যারা লড়ছেন তারা হলেন, মোঃ গিয়াস উদ্দিন (ছাতা) প্রতীক, ফজলু মিয়া (ফুটবল) প্রতীক, আব্দুল হাকিম (মোরগ) প্রতীক, তোফাজ্জল হোসেন (আনারস) প্রতীক। এদের মধ্যে কোন দুইজন হাসবেন বিজয়ের হাসি এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে ভোটারদের মধ্যে যোগ্য ব্যক্তিত্বকে নিয়েই চলছে ব্যাপক বিশ্লেষন।