মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আসুন একটি মানবিক কাজে সকলে অংশগ্রহণ করি, আপনার আমার একটু সহযোগিতায় একটি প্রাণ বেঁেচ যেতে পারে। আপনজন ফিরে পাবে তার সবচেয়ে কাছের মানুষটিকে। বলছি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ী গ্রামের বাসিন্দা সিলেট সরকারী কলেজের প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন এর কথা। সাদা মাঠা মহৎ প্রাণ মানুষটি ৩৩তম বিসিএস উত্তীর্ণ হয়ে সিলেট সরকারি মহিলা কলেজে শিক্ষকতা পেশায় জড়িয়ে পড়েন। ১সন্তানের জনক গিয়াস উদ্দিন লিভার সিরোসিসে আক্রান্ত। চিকিৎসকগণ জানিয়েছেন ১মাসের মধ্যে লিভার প্রতি¯’াপন করতে হবে নতুবা তাঁকে বাচানো সম্ভব নয়। এর জন্য চিকিৎসা ব্যায় হবে ৩০ল টাকা। এত টাকার চিকিৎসা ব্যয় তঁাঁর নিজের কিংবা তাহার পরিবারের দ্বারা সম্ভব নয়। একজন বিসিএস ক্যাডার হিসেবে তিনি অন্য কোন চাকুরীর প্রতি মনোনিবেশ না করে শিকতা পেশাকে ব্রত হিসেবে নিয়েছেন। এবং তিনি একজন আদর্শ শিক। বানিয়াচং উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ইউএনও মোঃ মতিউর রহমান খান এ ব্যাপারে উভয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। মোঃ গিয়াস উদ্দিনের একার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন গিয়াস উদ্দিন ও তার পরিবার। সহযোগিতা পাঠানোর ঠিকানা-মোঃ গিয়াস উদ্দিন, হিসাব নম্বরঃ-২০১.১৫১.০০২১৮৬৬, ডাচ বাংলা ব্যাংক আম্বরখানা, সিলেট।
মোঃ গিয়াস উদ্দিনের
বিকাশ নং (০১৭৮১৬৬৭৭৫৫,
০১৭২২৯৭৪২২০, ০১৩০২২৯৪৯৪৮)
রকেট নম্বরঃ-০১৭৮১৬৬৭৭৫৫-২
মনি