আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে হবিগঞ্জ পৌর এলাকার মাদক ব্যবসায়ী দীপংকর কে বিপুল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হল, হবিগঞ্জ পৌর এলাকার ঘাটিয়া বাজারের চদূর্গাচরণ সরকারের পুত্র দীপংকর সরকার (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল হাসান এর নেতৃত্বে এএসআই জিয়াসহ একদল পুলিশ তেলিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালালিয়ে অভিনব কায়দা পাচারকালে ৪৫ বোতল ফেন্সিডিলসহ দীপংকর সরকার আটক করে।
এ ব্যাপারে, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসানে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমান সময়ে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য পাচার ও বিক্রি করতে নিত্য নতুন কৌশল ব্যবহার করছে। আটক মাদক ব্যবসায়ী দীপংকরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।