বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আলী মুকিব ॥ ফ্যাসিস্ট শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছে নবীগঞ্জে কনকর্ড প্রগতী কনসোর্টিয়াম লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঢাকা গাউছিয়ায় ভুবেন মিলে দূর্ঘটনায় নবীগঞ্জের যুবক শেখ দিলাবর রহমান মৃত্যুর সাথে লড়াই করছে নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুনারুঘাটের গাজীপুরের ডুলনা গ্রামে শীতবস্ত্র বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত ওয়েডিং ফটোগ্রাফার’স অব হবিগঞ্জের কমিটি গঠন শহরে আমোদ ফূর্তিকালে জনতার হাতে যুবক-যুবতী আটক বাহুবলের আকিজ কোম্পানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪ মাধবপুরে দেড় মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বোনা আমনের বাম্পার ফলন মাধবপুরে সবুজের সমারোহ

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৪৮২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ নিচু জলাভূমি। জলজ উদ্ভিদ ছাড়া বর্ষা মৌসুমে এসব জমিতে কিছুই জন্মাত না। কিন্তু এসব নিচু জলাভূমি এখন আর পতিত নয়। দিগন্ত জুড়ে সবুজের সমাহার ফসলের মাঠ। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিম্নাঞ্চলে এখন চোখে পড়ে মাইলের পর মাইল সারি সারি সবুজ বোনা আমনের ধান ক্ষেত। উপজেলার বুল্লা, আদাঐর, আন্দিউড়া, ছাতিয়াইন, বাঘাসুরা ইউনিয়নের সবুজ ধান ক্ষেত আবাদ করে নিচু জলাভুমির চাষিরা ঘরে ফসল তোলার স্বপ্ন দেখছে। ভাটি এলাকার কৃষকরা বহুকাল পূর্ব থেকেই এসব জলা ভূমিতে দেশি জাতের বোনা আমনের চাষাবাদ করছেন। এ জাতের ধানের নাম হচ্ছে আছমিতা, গোডা। বোরো ধান কাটার পর বৈশাখ জৈষ্ঠ্যমাসে জমিতে সামান্য চাষাবাদ দিয়ে এ ধানের বীজ বোনা হয়। প্রতি একরে বীজের প্রয়োজন হয় ২৫ থেকে ৩০ কেজি। এ ধানের বৈশিষ্ট্য হচ্ছে বর্ষার পানি বাড়ার সাথে ধান গাছগুলো বাড়তে থাকে। বুল্লা গ্রামের কৃষক শমসের আলী বলেন এ ধান উৎপাদনে কৃষকের একর প্রতি খরচ হয় ৪ থেকে ৫ হাজার টাকা। কীট নাশক ও সারের তেমন প্রয়োজন নেই বললেই চলে। একটি ধান গাছ ৮-১০ হাত পর্যন্ত লম্বা হয়। কার্তিক মাসে ভাটি এলাকায় ধান কাটার ধুম পড়ে। প্রতি একরে ধানের ফলন হয় ৩৫-৪০ মণ। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক বলেন, ভাটি এলাকায় নিম্ন ভূমিতে কৃষকরা বহু দিন ধরে এ জাতের ধান উৎপাদন করছে। এবছর এ ধানের ফলন ভাল হয়েছে। তিনি জানান, এ ধান কাটার পর জমিতে কোনো আগাছা থাকে না। মাটি ঠান্ডা ও উর্বর থাকে তাই পরবর্তী ফসল ভাল হয়। এ বছর প্রাকৃতিক কোনো বড় দূর্যোগ না হলে এ ধানের উৎপাদন লক্ষ্য মাত্রার চেয়ে বেশি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com