গত ৩ জুলাই হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় “হবিগঞ্জে সদ্য এমপিওভুক্ত চাঁনপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে এই সংবাদে আমাকে জড়ানো হয়েছে।
সংবাদে উল্লেখ করা হয়েছে, ২০০৪ সালে মাদ্রাসাটি এমপিওভুক্তির জন্য ফাইল সাবমিট করা হয়। যাতে ওই বছরের ১৭ অক্টোবর প্রকাশিত ইনকিলাব পত্রিকার একটি নিয়োগ বিজ্ঞপ্তিও দেখানো হয়েছে। অথচ আমি উক্ত মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ২০১৬ইং সন থেকে দায়িত্ব পালন করছি। ২০১৬ইং সনে আমি সভাপতি নির্বাচিত হওয়ার পর আমার দায়িত্বকালীন সময়ে কোন শিক্ষক-কর্মচারী নিয়োগ হয়নি।
দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে কোন দুষ্ট চক্রের দ্বারা প্রভাবিত হয়ে এই ধরণের একটি অসত্য, বানোয়াট, কাল্পনিক সংবাদ প্রচার করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
(আব্দুর রহিম)
সভাপতি
চাঁনপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসা।