স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের লোকজন অতি কষ্টে দিনাতিপাত করছেন। তাই হবিগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে একশ অসচ্ছল পরিবারে আর্থিক সচ্চলতা বৃদ্ধির জন্য ৫টি করে হাঁস দেওয়া হয়েছে।
বুধবার (১জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের মাঝে এসব হাঁস বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।