মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের জনৈক প্রধান শিক্ষিকার সাথে ইভটিজিং করার দায়ে এক বখাটেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, কালিকা পাড়া এলাকার মুহিত মিয়ার ছেলে মুছাব্বির একই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের জনৈক প্রধান শিক্ষিকাকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ওই প্রধান শিক্ষিকা স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে অবগত করেন। এরই প্রেক্ষিতে ১ জুলাই সন্ধ্যা ৬টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি ঘটনাস্থল কালিকা পাড়া এলাকায় উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। তাৎক্ষণিক ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে মুছাব্বিরকে ২মাস ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট কে সহযোগিতা করেন বানিয়াচং থানার এস আই আব্দুস ছাত্তারসহ একদল পুলিশ। এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ইফফাত আরা জামান উর্মি সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।