আলমগীর হোসেন, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বেড়েই চলছে করোনার প্রকোপ। বুধবার (১ জুলাই) নবীগঞ্জ উপজেলায় একদিনে ১৫ জনের পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রয়েছে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক,্ একজন নার্স, পুলিশ সদস্য। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জন। এরমধ্যে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। তিনি বলেন, ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, আপনার পরিবারের কথা চিন্তা করুন। করোনা একটি মহামারী আকার ধারণ করেছে। অতিপ্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যাবার পরামর্শ দেন তিনি।