স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফী এলাকার বাসিন্দা আলহাজ্ব শাহ মুজাম্মিল হক ইন্তেকাল করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সিলেটের একটি হাসপাতালে বুধবার ১ জুলাই সকাল সাড়ে ৮ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী …… রাজিউন)। শহরের পুরানমুন্সেফ কোয়ার্টারসের শাহ রজব আলী ভিলার স্বতাধিকারী ও মহল্লার বিশিষ্ট মুরুব্বী ও উত্তরণ সমাজ কল্যাণ সংসদের উপদেষ্টা ছিলেন তিনি।
বুধবার বিকেল ৫ টায় নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামে তার নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।