স্টাফ রিপোর্টর ॥ যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন এর সৌজন্যে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের জন্য পিপিই, মাস্ক, গ্লাভস প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনাতনে এসব সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোঃ হারুনর রশীদ চৌধুরী, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ খোকন, জেলা স্বেচ্ছাসেবকদল সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, জেলা জেলা যুবদল সহ-সভাপতি ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সালাউদ্দিন টিটু, গাজী টিভি’র জেলা প্রতিনিধি মোঃ নূর উদ্দিন, সাংবাদিক শরিফ চৌধুরী, জেলা ছাত্রদল সহ-সভাপতি এনামুল হক প্রমূখ।