স্টাফ রিপোর্টার ॥ এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই। গত সাড়ে ৪ বছরে এ এলাকার যে উন্নয়ন হয়েছে তা ৪০ বছরেও তা হয়নি। উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হবিগঞ্জ-লাখাই আসনে অনেকেই এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু সরকারি গাড়িতে করে চলাফেরা ছাড়া জনগণের কাছে কেউই যাননি। আপনাদের বিপুল সমর্থনে আমি নির্বাচিত হওয়ার পর থেকে আজ অবধি আপনাদের মাঝেই আছি, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। রিচি গ্রামের পক্ষ থেকে বক্তারা বলেন, আমরা কোন দল বুঝিনা, আমরা চাই আমাদের এলাকার সন্তান নির্বাচিত হয়ে যে ভাবে গত ৫ বছর আমাদের পাশে থেকে এলার্কা সার্বিক উন্নয়নে কাজ করেছেন। ঠিক সেই ভাবে আগামী নির্বাচনেও পুণরায় এমপি নির্বাচিত করে আমাদের পাশে রাখতে চাই। এবং হবিগঞ্জ- লাখাইর অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করার দায়িত্ব দিতে চাই। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি এডভোকেট আবু জাহিরকে পুনরায় এমপি নির্বাচিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
গতকাল বিকেল ৪টায় রিচি গ্রাম সভাপতি হাজী আহছান উল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান এর পরিচলনা বক্তব্য রাখেন হাজী ফিরোজ মিয়া, হাজী রইছ মিয়া, আরব আলী, ডাঃ বরকত আলী, সিরাজুল ইসলাম দুলাই, রজব আলী মেম্বার, হাজী জিতু মিয়া, এড. নুরুজ্জামান, ডাঃ জিতু মিয়া, মোঃ সারাজ, মোঃ ফজর আলী, আরব আলী বি.কম, ডাঃ দিলিপ আর্চায্য, তাজুল ইসলাম ম্যানেজার, মোতাছিরুল ইসলাম, প্রভাষক জাবেদ আলী, কাজী কামাল উদ্দিন, মোঃ কাজল মেম্বার, দিদার আলী মাস্টার, নুরুল আমীন সামছু, হাজী তুরাব আলী, মোঃ মনফর আলী, মোঃ জহুর আলী, আব্দুর রাজ্জাক, ইদু মিয়া, আব্দুল গফুর মাতু, জালাল মেম্বার, সাহেদ আলী, মোঃ লাল মিয়া, মোঃ মাসুক মিয়া, গোলাম রাব্বানী, মোঃ রশীদ মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ আব্দুর রহিম, মোঃ ইছুব আলী, মোঃ জিতু মিয়া, হাজী সাব্বির, মোঃ নুর মিয়া, মোঃ ফজর আলী, আব্দুল মন্নাফ, মোঃ মাখন মিয়া, মোঃ মতলিব মিয়া প্রমূখ।