স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় ৪নং পাইকপাড়া ইউনিয়নে হলহলিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে হলহলিয়া ছড়া থেকে মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছে। খবর পেয়ে রবিবার এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৪টি মেশিন ও বিপুল পরিমান পাইপ আগুন দিয়ে পুড়িয়। জব্ধ করা হয় আনুমানিক ৪০ হাজার ঘনফুট বালু।