স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৫০ জন অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিল্পীদের মাঝে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের পক্ষে চেক বিতরণ করেন নেজারত ডেপুটি কালেক্টর ও জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম আহমেদ, সুর বিতানের সেক্রেটারী আবুল ফজল, এক তারা শিল্পী গোষ্ঠীর সেক্রেটারী পিন্টুৃ দাস, সঙ্গীত শিল্পী সৈয়দ আশিক প্রমুখ।