স্টাফ রিপোর্টার ॥ মারা যাবার দীর্ঘ এক মাস পর দুবাই থেকে হতভাগা আব্দুল শহীদ (৫০) এর মৃত দেহ দেশে ফিরে আনা হয়েছে। প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে মৃত দেহ দেশে আসে। ১৩ জুন শনিবার চুনারুঘাট উপজেলায় সীমান্ত ইউনিয়ন গাজীপুরের চেগানগর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তিনি ওই গ্রামের আব্দুর রহমানের পুত্র। গত ১৪মে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইতে কর্মরত অবস্থায় আব্দুস শহীদ মৃত্যুবরণ করেন।
প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা এমরানুল হক সোহাগ বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী সর্বাত্বক সহযোগীতা করেছেন। এছাড়া আয়ারল্যান্ড প্রবাসী মোস্তাফিজ রউফ জুয়েল, তৈয়ব আলী, বিলাল, শাহ জাবেদ, নুরুল ইসলাম সহ প্রবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের লাশ দেশে সহযোগিতা করেছেন।