স্টাফ রিপোর্টার ॥ চুনারঘাট উপজেলার গুইল সীমান্ত ফাঁড়ির বিজিবির হাতে ২৫ কেজি গাঁজাসহ আটক হয়েছেন উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের মুক্তিযোদ্ধা আজীম উদ্দীন এর ছেলে মাদক ব্যবসায়ী রাজু মিয়ার স্ত্রী আছিয়া খাতুন। আটক আছিয়ার স্বামী রাজু মিয়া পলাতক রয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গুইবিল ভিওপি জোয়ানরা আছিয়া খাতুন’কে (৪৫) তার স্বামীর বাড়ি থেকে আটক করা হয়।
গুইবীল ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ বোরহান উদ্দীন বলেন-টহল কমান্ডার আবুল হোসেন সহ ৪ জন জোয়ানকে এ অভিযানে পাঠালে তাকে ২৫ কেজি গাঁজার ২টি বস্তাসহ আছিয়াকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত সীমান্তবর্তী এলাকায় মাদককে জিরো টলারেন্সে আনতে চেষ্টা করে যাচ্ছে বিজিবি।