রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

হবিগঞ্জে দুই সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজুসহ স্থানীয় দুই সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলায় গ্রেফতারের প্রতিবাদে হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে জেলা সাংবাদিক ফোরাম আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমাদাদুল ইসলাম সোহেল। সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ঈসমাইল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম, জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মজনু, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, দৈনিক এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার কাওছার আহেমদ, সাংবাদিক ডাঃ এম এ জলিল, সৈয়দ মশিউর রহমান, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই প্রিন্স, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংবাদিক আখলাছ আহমেদ প্রিয়, সাংবাদিক এমএ আজিজ সেলিম, জুয়েল চৌধুরী, নায়ের হোসাইন, এম সজলু, সেন্টু আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়া, বাংলা টিভির জেলা প্রতিনিধি কাজল সরকার, চুনারুঘাট প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সহিবুর রহমান, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি সুশীল দাশ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শাহ আলম, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ টিপু, নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে দুই সাংবাদিকের মুক্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com