স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনায় আক্রান্ত শ্বাসকষ্ট ও জটিল রোগীদের চিকিৎসায় কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ভেন্টিলেশন সুবিধা ২টি (টিসিপিএপি) মেশিন নিয়ে এগিয়ে এসেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আ্যডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
রবিবার হবিগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের কাছে নাভানা লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সৌজন্যে আ্যডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পৃষ্ঠপোষকতায় তার পক্ষে টিসিপিএপি হস্তান্তর করেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, আরএমও ডাঃ শামিমা আক্তার, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাগণ।
এ সময় সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান জানান, হবিগঞ্জের এ পর্যন্ত ২০৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২১ জন সুস্থ্য হয়েছেন। উল্লেখ্য, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর ভাগ্নে সৈয়দ মোহাম্মদ রশিদ ওরফে মুন্না করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা যান কিছুদিন আগে। শোকাহত পরিবার যখন সুখে পাথর, তিনিও ব্যথায় ব্যতিত ভাগ্নার অকাল মৃত্যুতে, তবুও থেমে থাকেননি। তিনি দলীয়, সামাজিক, রাজনৈতিক, ব্যাক্তিগত, পারাবারিক ভাবে নিজে মাঠে থেকে, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের মাধ্যমে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
আলমগীর চৌধুরী জানান, যতক্ষণ পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক না হবে এ সেবা অব্যাহত থাকবে।