নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ছিট ফরিদ গ্রামের আউয়াল মিয়ার সাথে পানি নিস্কাশনের রাস্তা বন্ধ ও খুলা নিয়ে পার্শ্ববর্তী মৌলভীবাজার উপজেলার কেশবচর গ্রামের নূর কালাম সাথে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অনন্ত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছিট ফরিদ গ্রামের আউয়াল মিয়ার পক্ষের ৭ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। অন্যান্য আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের আউয়াল মিয়ার সাথে পার্শ¦বর্তী মৌলভীবাজার উপজেলার কেশবচর গ্রামের নুর কালামের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রতি বৃষ্টির মৌসুমে পানি নিস্কাশনের ব্যবস্থা নিয়ে ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃষ্টির পানি নিস্কাশনের রাস্তা বন্ধ করে দেন নূর কালাম। এর প্রতিবাদ করেন আউয়াল মিয়া। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অনন্ত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কাপ্তান মিয়া (৫৫), কালিছ মিয়া (৫০), আউয়াল মিয়া (৪৫), রাহেনা বেগম (৩৮), সালমা বেগম (১৭), রব্বান মিয়া (৬০) ও রুবেল মিয়া (১৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। অন্যান্য আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।