শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে ২ কিশোর বজ্রপাতে মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় সদর ইউনিয়নের রনিয়া গ্রামের আবিদ আলীর পুত্র রবিন মিয়া(১৫) ও মৃত মানিক মিয়ার পুত্র সরফত আলী (১৬) বাড়ীর সামনে কুশিয়ারা নদীর মধ্যে বৃষ্টির সময় মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় তাদের সাথে থাকা অন্য ৩ জন আহত হয়, একই গ্রামের মফিজ মিয়ার পুত্র পলাশ মিয়া (২৫), মৃত মন্নান মিয়ার পুত্র মাহবুব মিয়া (১৫), ইছাক মিয়ার পুত্র আল আমিন মিয়া (১৭) এলাকাবাসী তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ বিশ্বাস আহতদের মধ্যে রবিন মিয়া(১৫) ও সরফত আলী (১৬) কে মৃত ঘোষণা করেন। আহতদের আজমিরীগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।