কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কালীঘাট ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৯টি চা বাগানের ১ হাজার ৫০৩ জন চা বাগান শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭৫ লাখ ১৫ হাজার নগদ অর্থ চেক বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, কালিঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উপজেলার সকল চা বাগান শ্রমিকদের মধ্য থেকে ৭ হাজার ৪৮৫ জনকে ৩ কোটি ৭৪ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।