আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটে জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে শাহজাহান মিয়া (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শাহজাহান মিয়া চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দ গ্রামের আব্দুস শহিদের পুত্র ।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (৬জুন) বিকালে বাড়ীর পার্শ্ববর্তী নিজের কৃষি জমিতে কাজ করছিলেন শাহজাহান মিয়া। এ সময় প্রচুর ঝড় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে নিহত শাহজাহান মিয়া বজ্রপাতে গুরুতর আহত হন।
মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।