নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ ওসমানী রোড এলাকার এড. আব্দুল গোলাপ সড়কে বাথরুম ড্রেনেজের ময়লা পানিতে দুর্গন্ধে অতিষ্ট এলাকার মানুষসহ পথচারীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোড কামাল ইউনুস শপিং সেন্টার (নবীগঞ্জ পাঁচ তলা ভবন) নামে পরিচিত শপিং সেন্টারের বাথরুমের ময়লা পানি ভাসছে মূল সড়কে। এতে করে বিপাকে পড়েছেন এলাকাবাসীসহ পথচারী লোকজন। এছাড়াও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্টান রয়েছে এই সড়কে। যদিও করোনা ভাইরাসের জন্য সেসব প্রতিষ্টান গুলো বন্ধ রয়েছে এরই মধ্যে ব্যবস্থা না নিলে চরম সমস্যায় পড়বেন কয়েক হাজার শিক্ষার্থীও। খোঁজ নিয়ে জানা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ওই সড়কে বাথরুমের দুর্গন্ধ জনিত পানি জমছে প্রতিনিয়ত।
অনুসন্ধানে আরো জানা গেছে, নবীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীট হিরা মিয়া গালর্স হাই স্কুল, দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, উমেন্স আইডিয়াল কলেজ এন্ড ল্যাবরেটরি হাই স্কুল, মহিলা মাদ্রাসা, সবুজ কুড়ি কেজি স্কুল এসব শিক্ষা প্রতিষ্টানসহ একটি মসজিদ রয়েছে এই সড়কে।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা বলেন, এই ময়লা পানির উপর দিয়ে প্রতিনিয়ত মসজিদে নামাজে যেতে হয়। দুঃখের বিষয় এই যে নবীগঞ্জ পৌরসভার অধিকাংশ নির্বাচিত জনপ্রতিনিধিই সড়কটি দিয়ে চলাচল করলেও কারো নজর আসছে না বিষয়টি।
এব্যাপারে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, কামাল ইউনুস শপিং সেন্টারের মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
মালিকপক্ষ বলছে বিষয়টি সমাধানের জন্য পৌরসভার মেয়র বরাবর লিখিত আবেদন করা হয়েছে।