আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার দুটি জেলা পরিষদ সড়কের মিলনস্থল মনতলা তেমুনিয়া। জগদীশপুর-হরষপুর জেলা পরিষদ সড়ক ও মাধবপুর-হরষপুর জেলা পরিষদ সড়ক দু’টি মনতলা তেমুনিয়ায় মিলিত হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ এ দুটি জেলা পরিষদ সড়কের মিলনস্থল হওয়ায় এবং পাশে একটি কিন্ডারগার্ডেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি হাই স্কুল একটি বিজিবি ক্যাম্প একটি তহশিল অফিস সহ গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান এবং আশেপাশে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান উপস্থিত থাকায় জায়গাটি অতীব মূল্যবান হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত। কিছু দিন পূর্বে সরকারি নির্দেশনায় মাধবপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে জায়গাটি দখলমুক্ত করেন। এর পর হতে কিছু লোক জায়গাটি পূর্ণ দখলের চেষ্টায় রত রয়েছেন। এতে করে যে কোনো সময় সংঘর্ষের আশংকা বিদ্যমান। তাই সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি সরকার এ মূল্যবান ভূমি নিজ নিয়ন্ত্রণে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়ায় নির্মিত মুক্তিযোদ্ধা চত্বর এর মত করে মনতলা তেমনিয়াতেও একটি মুক্তিযোদ্ধা গোল চত্বর নির্মাণ করে এলাকার সৌন্দর্য্য বৃদ্ধি করাসহ দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি করতে পারেন। যেখানে এলাকার মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সংক্ষিপ্ত ইতিহাস সহ নামের তালিকা এবং মুক্তিযুদ্ধ বিষয়ে খুটিনাটি সংরক্ষিত থাকবে। যা থেকে এলাকাবাসী মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এবং দখল প্রতিযোগিতার পরিবর্তে এলাকাবাসীর মধ্যে শান্তি-শৃঙ্খলা সহ সৎ ভাব বিরাজ করবে।