চুনারুঘাট প্রতিনিধি ॥ মহামারী করোনা ভাইরাস সংক্রমণে দিশেহারা চুনারুঘাটের সেলুন ব্যবসায়ীরা। জানা যায়, চুনারুঘাট পৌরশহর সহ উপজেলার বিভিন্ন বাজারের অবস্থিত সেলুন দোকান গুলোতে মহামারী করোনার কারণে চুলকাটা, দাড়িকাটা অনেকাংশে কমে গেছে। ফলে দিশেহারা সেলুন ব্যবসায়ীরা। সেলুন ব্যবসায়ী কাজল শীল, সজল শীল, নারায়ণ শীল ও অভি শীলসহ বেশ কয়েকজন সেলুন ব্যবসায়ী জানান, এই মহামারী করোনা ভাইরাসের কারণে সেলুন দোকান গুলোতে ভয়ে চুল, দাড়ি কাটতে আসেন না মানুষ। ঈদুল ফিতর উপলক্ষে লকডাউন শিথিল হওয়ায় দুই আড়াই মাস ধরে দোকান বন্ধ থাকার পর দোকান চালু করার পর থেকেই সেলুন দোকানে মানুষজন চুল ও দাড়ি কাটতে কম আসে। যে কারণে আর্থিকের দিকে অসহায় হয়ে পড়েছে সেলুন ব্যবসায়ীরা। এ ব্যাপারে চুনারুঘাট সেলুন সমবায় সমিতির সভাপতি নিশী কান্ত শীল ও সাধারণ সম্পাদক সমরেশ শীল সরকারি সাহায্য সহযোগীতা কামনা করছেন।