স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছে।
জানা যায়, বানিয়াচং উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রউফ এর সাথে একই এলাকার ইস্কানদর ও গিয়াস উদ্দিন গংদের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল হবিগঞ্জ শহরতলী ধুলিয়াখাল শ্বশুড় বাড়ী থেকে নগদ কিছু টাকা নিয়ে বাড়ী ফেরার পথে জয়নগর বাজারের নিকট পৌছামাত্র ইস্কানদর ও গিয়াস উদ্দিনসহ কয়েক জন আব্দুর রউফ এর উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত আবস্থায় আব্দুর রউফ (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।