বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ধান ফসলের ফলন ব্যবধান কমিয়ে অধিক ফলনকে সামনে রেখে উপজেলার থানা এলাকায় গত রবিবার বিকালে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, সহকারী কৃষি অফিসার মহি উদ্দিন, সাংবাদিক এস এম খোকন, জীবন আহমেদ লিটন, মাঠ কর্মকর্তা আব্দুল হালিম, আব্দুল আলিম প্রমূখ।
আলোচকরা বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে কৃষকদের ধান চাষ করতে হবে। কৃষকদের পরামর্শ ও সহযোগীতা করতে বানিয়াচঙ্গ কৃষি অফিসের কর্মকর্তারা সব সময় প্রস্তুত রয়েছেন। তাছাড়া আলোচনায় কৃষকরা যাতে নিজেরা ২৯ ধানের বীজ তৈরী করে ধানের চারা রোপন করেন এ বিষয়ে অনুরোধ জানানো হয়। আলোচনার পূর্বে কৃষি অফিসের ব্যবস্থাপনায় ফলনকৃত একটি উন্নত ধান ফসল ফলনের জমিতে ধান কেটে কৃষকদের উৎসাহ প্রদান করেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ ও কৃষি অফিসার।