অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত কলেজ ছাত্রের বাড়িতে ভিটামিন সি যুক্ত ফল, সেমাই, চিনি ও দুধ পাঠালেন শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সুমী আক্তার। গত (২৩ মে) দুপুরে উপজেলার ১০ নং লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চরহামুয়া গ্রামে করোনা রোগীর বাড়িতে এসব খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন সুমী আক্তার। এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রহমান সোহাগ। গত বুধবার জনৈক কলেজ ছাত্রের করোনা ভাইরাসে আক্রান্ত হন। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কলেজ ছাত্রকে তার বাড়িতেই হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেন। শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, করোনায় আক্রান্তের বাড়িতে খাদ্য সামগ্রী পাঠিয়েছি। এবং উপজেলা প্রশাসন সার্বক্ষনিক তার পাশে আছে।