স্টাফ রিপোর্টার ॥ দাখিল পরীক্ষার সর্বশেষ ফলাফলে ইটাখোলা সিনিয়র আলিম মাদরাসা অবিস্মরণীয় ফলাফল অর্জন করেছে। এ বছর ৭টি জিপিএ-৫ ও ৩৪টি জিপিএ-৪-সহ ৪৫ জন শিক্ষার্থীর সকলেই উর্ত্তীণ হয়েছে। পরপর তিন বছর ধরে শতভাগ পাশের রেকর্ড করা মাদরাসাটি এবার বোর্ড কতৃর্ৃৃক সিলেট বিভাগের সেরা ২০-এ অষ্টম স্থান দখল করেছে।
এই অবিস্মরণীয় ফলাফলের জন্য মাদরাসা গভর্ণিংবডির সভাপতি ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ এফ এ এম শাহজাহান, অধ্যক্ষ মাওলানা মোঃ আমীর হোসেন ও শিক্ষকমন্ডলী, অধ্যয়ণরত সকল শিক্ষার্থী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
গভর্ণিংবডির সভাপতি এই সাফল্যের জন্য মাদরাসার অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও উত্তীর্ণ পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। সাথে সাথে তিনি ভবিষ্যতে এই সাফল্যধারা ধরে রাখাতে প্রয়োজনীয় সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
মাদরাসার অধ্যক্ষ আশাবাদ ব্যক্ত করেন, গভর্ণিংবডি, অভিভাবকমন্ডলী, এলাকাবাসী, সর্বোপরি শিক্ষকমন্ডলীর আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে এই প্রতিষ্ঠানটিকে একটি মডেল মাদরাসায় রূপান্তর করতে পারব, ইনশা আল্লাহ। তিনি উল্লেখ করেন, এই প্রতিষ্ঠানটি মাধবপুর উপজেলার একমাত্র আলিম মাদরাসা এবং একমাত্র জেডিসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র। আগামীতে জেডিসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি আলিম পরীক্ষা কেন্দ্র অনুমোদনের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। তাছাড়া, জেডিসি পরীক্ষায় ধারাবাহিকভাবে শতভাগ পাশের পাশাপাশি গত জেডিসি পরীক্ষায় ৮টি জিপিএ-৫ এবং ২টি সাধারণ বৃত্তিসহ শতভাগ পাশ করেছে এই মাদরাসার শিক্ষার্থীরা।