স্টাফ রিপোর্টার ॥ করোনা দুর্যোগে অসহায় হয়ে পড়া দুস্থদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে হবিগঞ্জ সদর, মাধবপুর ও বাহুবলের পরে বানিয়াচং উপজেলায় ২৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌছে দিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও চেয়ারম্যান জেলা পরিষদ হবিগঞ্জ ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। তিনি বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে যারা দিন মজুর, রিক্সা চালক, ভ্যানড্রাইভার এবং অসহায় দারিদ্রদের মাঝে এই ত্রান কার্যক্রম চলমান থাকবে। ত্রান কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব আসিক মিয়া এবং অঙ্গসংগঠনের নেতা কর্মী।