রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

হবিগঞ্জ থেকে পাচারকালে ৮১ কেজি গাঁজা উদ্ধার ॥ ২টি পিকআপ, ১টি কারসহ ৭ পাচারকারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব পৃথক অভিযানে হবিগঞ্জ থেকে পাচারকালে ৮১ কেজি গাঁজা, ২টি পিকআপ ভ্যান, ১টি প্রাইভেট কার জব্দ। এ সময় ভূয়া মানবাধিকারকর্মীসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
একটি চক্র হবিগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছে এ খবরে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্যেে ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২১ মে সকাল ১০ থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশী শুরু করে। তল্লাশীকালে সাড়ে ১০টার দিকেএকটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-৩৬০২) তল্লাসী চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার ও নবীগঞ্জ উপজেলার রুদ্রগ্রামের হারুন চৌধুরীর ছেলে মইনুর রশিদ চৌধুরী (৩৫) ও চুনারুঘাট উপজেলার দোলনা গ্রামের আব্দুন নুরের পুত্র মোঃ জহির আলী (৩৬ কে আটক করে। একই স্থানে সকাল সোয়া ১১টার দিকে পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৩-৬৯৯৬) তল্লাশী করে ১৪ কেজি গাজা উদ্ধার ও গাজিপুর জেলার মোঃ শামিম শেখ (২৪), নরসিংদী জেলার মোঃ মোবারক হোসেন (২২), গাজীপুর জেলার শামিম (২৩)কে আটক করে। দুপুর সোয়া ১২ টার দিকে তল্লাসীকালে পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮-৫২৮০) থেকে ৪৫ কেজি গাজা উদ্ধার ও কিশোরগঞ্জের মোঃ আলমগীর (২৩) ও শায়েস্তাগঞ্জের রফিক মিয়ার ছেলে মোঃ জনি (১৮)কে আটক করা হয়। পৃথক অভিযানে ৮১ কেজি গাজা উদ্ধার, ্ওওেকটি কার ও ২টি পিকআপসহ ৭ মাদক পাচারকারীকে আটক করা হয়। পিকআপ, কার ও গাজার মুল্য প্রায় সাড়ে ৪১ লাখ টাকা। এ ব্যাপারে ভৈরব থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com