নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা সংকটের দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের ঈদকে রাঙানোর একটি বিশাল উদ্যোগ নিয়ে দীঘলবাগ ইউনিয়নের কামার গাওঁ গ্রামে চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ৩৫০টি অসহায়, নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে মঙ্গলবার ১৯ মে সকালে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চাল, চিনি, ময়দা, দুধ, সেমাই, ডাল, তৈল, আলু, পেয়াজসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দেওয়া হয়। চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি আবুল ফজল মিয়ার সভাপতিত্বে ও চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী সঞ্চালণায় এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এলাকাবাসীর পক্ষে সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে গরীব-দুঃখী অসহায় মানুষের পাশে থাকার জন্য আশাবাদ ব্যাক্ত করেন।