রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ১৫টি দোকান পুড়ে চাই কোটি টাকার ক্ষয়-ক্ষতি বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৮তম জন্মদিন আজ সাংবাদিককে আইনজীবির চড় থাপ্পড় ॥ শাস্তির দাবী শহরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান লাখাইয়ে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ লাখাই’র মাটিতে বিএনপির কোনো আজাদ সৃষ্টি হবে না হবিগঞ্জে ৩ দিনব্যাপী ‘নাট্যভাস্কর উৎসব’ সমাপ্ত হবিগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত মাধবপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে নানা চেষ্টা করে যাচ্ছেন ওসি মামুন

ব্যাংকার্স এসোসিয়েশনের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২০
  • ৪৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পেশাজীবী সংগঠন ‘ব্যাংকার্স এসোসিয়েশন, হবিগঞ্জ’ এবার ইফতার মাহফিল বাতিল করে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব জনিত সংকটে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ কর্মহীন হয়ে চরম আর্থিক অনটনে দিন পার করছেন। অনেকে পরিস্থিতির শিকার হয়ে চরম দুর্দশাগ্রস্থ, অতিকষ্টে দিনাতিপাত করছেন। এমন পরিস্থিতিতে শহরের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সংবাদপত্রের হকার, অবৈতনিক স্কুলের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবি সহকারী, নরসুন্দর, শারীরিক প্রতিবন্ধী, পরিবহন শ্রমিক, মুক্তিযোদ্ধা পরিবার, দোকান কর্মচারী, এতিম, গৃহকর্মী সহ অভাবগ্রস্থ বিভিন্ন শ্রেণী পেশার দুইশত মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়। প্রত্যেককে ৫ কেজি চাউল, ১কেজি ডাল, ১কেজি পিয়াজ, ১কেজি আলু, ১ কেজি লবন ও ১লিটার তেল সহ মোট ১০কেজি খাদ্যসামগ্রী দেয়া হয়।
গত ১৮ মে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নিমতলায় এই কর্মসূচীর শুভসূচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সবাই কে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। তিনি উপস্থিত কয়েকজন সাহায্যপ্রার্থীর নিকট খাদ্যসামগ্রী তুলে দেন এবং পরে একটি পিকআপে করে ব্যাংকারগণ খাদ্যসামগ্রী বাড়ী বাড়ী পৌছে দেন। সংগঠনের সভাপতি সোনালী ব্যাংক ম্যানেজার টিএসএন সেলিম সিদ্দিকী, সিনিয়র সহসভাপতি ইসলামী ব্যাংক ম্যানেজার শেখ মোঃ ওয়ালী উল্লাহ, সহসভাপতি প্রাইম ব্যাংক ম্যানেজার অরুণাংশু দাশ, সহসভাপতি জনতা ব্যাংক ম্যানেজার মোঃ মরতুজ আলী, সহসভাপতি ব্র্যাক ব্যাংক ম্যানেজার অশোক দত্ত, অর্থ সম্পাদক সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তোফায়েল মোস্তফা তরপদার, সাংগঠনিক সম্পাদক অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদীন রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার হারুনূর রশীদ টিটো। এ সময় উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ এ মহতী কাজের সার্বিক তত্বাবধান করেন এবং অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com