প্রেস বিজ্ঞপ্তি ॥ “আশা” মিরপুর ব্রাঞ্চের সদস্য কাঞ্চনী চাষাকে পিত্ততলীর পাথর অপারেশনের জন্য ৪০০০ হাজার টাকা, সদস্যা রোজিনা বেগমের স্বামী হায়দর আলীকে সড়ক দুর্ঘটনায় হাত ভাঙ্গার জন্য ৩০০০ টাকা চিকিৎসা অনুদান প্রদান করা হয়েছে। গতকাল মিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসাবে চিকিৎসা অনুদানের টাকা সদস্যাদের হাতে তুলে দেন। আশা’র আরএম সমীরন চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন আশা’র ডিস্ট্রিক ম্যনেজার মোঃ কামাল মিয়া চৌধুরী, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আকছির মিয়া, ইউপি মেম্বার মোঃ আফরোজ মিয়া, মেডিকেল এ্যস্সিস্ট্যান্ট সুব্রত রঞ্জন দেব সহ ব্রাঞ্চের সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, “আশা” জঠিল অপারেশন জনিত রোগের জন্য সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে। তাছাড়া হবিগঞ্জ জেলার ৬টি উপজেলায় ৬জনমেডিকেল এ্যস্সিস্ট্যান্ট এর অধীনে ৩০ জন স্বাস্থ্যসেবিকার মাধ্যম্য স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।