স্টাফ রিপোর্টার ॥ সারা দেশে করোনা ভাইরাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ, অভাব-অনটন। এর থেকে হত দরিদ্রদের রক্ষা করতে সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুকুল। মোবাইল ফোনকল পেলেই পাড়া মহল্লায় ত্রাণ নিয়ে ছুটে যান ওই ছাত্রলীগ নেতা। গতকাল রাতে হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ড থেকে এবং তার নিজ গ্রাম রিচি থেকে সাহায্যের জন্য ফোন আসে, তখন তিনি ফটোসেশন না করে গোপনে বিভিন্ন সুবিধা বঞ্চিত অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন। সরকারের নিদের্শনা মোতাবেক এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি য়র পক্ষ থেকে তিনি এ ত্রাণ বিতরণ করেন।