নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল শনিবার সন্ধ্যায় সেরপুর ভিতর বাজারে নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের চম্পা ও মৌলভীবাজার উপজেলার বাদরপুর গ্রামের ও রনকের পারকুল পাওয়ার প্লান্টের কাজ নিয়ে কথাকাটা কাটি হয়। এনিয়ে উভয় পরিবারের লোকজন বিষয়টি জড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এক র্পযায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে অনন্ত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর আহত চম্পা, সমসু, কায়েছ, কদ্দুসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সেরপুর ফাড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, পারকুল পাওয়ার প্লান্টের এনপিসি চায়নার একটি কাজ নিয়ে পারকুল গ্রামের চম্পার সাথে কুশিয়ারা এন্টার প্রাইজের মালিক রনক, অলি আহমদ, আসির আলীর সাথে পাওয়ার প্লান্টে কথা কাটাকাটি হয়। এনিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শনিবার সন্ধ্যায় সেরপুর বাজারের রনক অলি, আসির মিয়ার নেতৃত্বে আমরকোনা, ওবাদরপুর গ্রামের পারকুল গ্রামের লোকজনের উপর হামলা চালায়। এখবর পারকুল গ্রামের লোকজনের মধে পৌছলে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে অনন্ত ২০ জন লোক আহত হয়েছেন আহতরা হলেন চম্পা, সমসু, কায়েছ, কদ্দুস, আলকাছ, দিলদার, মোস্তফাসহ আরো অনেক এর মধ্যে চম্পা, সমসু, কায়েছ, কদ্দুসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে। এর মধ্যে চম্পার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। সংঘর্ষেও ঘটনার পর সেরপুর বাজারের থমথমে অবস্থা বিরাজ করছে।