মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

রাতের আধারে কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন নবীগঞ্জ থানার ওসি

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ চোর, ডাকাত কিংবা দস্যু ধরতে নয়, রাতের আধারে সাধারণ মানুষের দ্বারে ছুটে যাচ্ছেন মুখোশ পড়া একদল মানুষ। তারা খোঁজ নিচ্ছেন, কেউ খাদ্য সঙ্কটে আছেন কি-না। আর এমন মানবিক আচরণ নিয়েই করোনা ভাইরাস পরিস্থিতিতে নবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। করোনা ভাইরাস প্রতিরোধে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে অসহায় হতদরিদ্র ও মধ্যবিত্ত লোকদের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন নবীগঞ্জ থানার পুলিশ। প্রধান মন্ত্রীর উপহার সামগ্রীর পাশাপাশি নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ১৩ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডে রাতের আধারে লুকিয়ে লুকিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন নবীগঞ্জ থানা পুলিশের একদল প্রতিনিধি। এছাড়া এসপি ও ডিসি মোবাইল মেসেজ ও ওয়াটসআপে ফোন দেওয়া লোকদের মধ্যে ৪০০ প্যাকেট পৌঁছিয়ে দিয়েছেন নবীগঞ্জ থানা পুলিশ। দেশের এই ক্রান্তিলগ্নে অত্যন্ত নিভৃতে নবীগঞ্জের দরিদ্র, মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় লোকজনের পরিবার পরিজনদের মধ্যে নিজেদের সাহায্যের হাত প্রসারিত করেছেন। এতে গরিব অসহায় লোকজন সন্তুষ্টি প্রকাশ করেন। এমন মহৎ কর্মে নবীগঞ্জবাসীর পক্ষ থেকে খাদ্য বিতরণকারী সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল এবং তাদের দীর্ঘায়ু কামনা করছেন। বিত্তবান ব্যক্তিরা যদি এইভাবে এগিয়ে আসেন, তাহলে দেশের অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘব হবে বলেই মনে করেন সচেতন মহল।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সমীরণ দাশ বলেন, লোক জনের চোখ আড়াল করে গোপনীয় ভাবে রাতের আধারে হতদরিদ্র অসহায় ও মধ্যবিত্ত লোকদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি আমরা।
নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ব্যাক্তিগত তহবিল থেকে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য কর্মহীন অসহায় পরিবারদের গোপনে তালিকা করে খাদ্য সামগ্রী বিতরণ করে হতদরিদ্র ও মধ্যবিত্ত লোকদের সামান্য খাদ্যের অভাব দূর করার কিছুটা চেষ্টা করছি।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করছেন জেনে আমি কিছু ব্যাক্তিগত তহবিল ও সরকারী প্রায় ৩৫০ পরিবারের খাদ্য সামগ্রী বিতরন করার জন্য পৌঁছে দিয়েছি। জানতে পেরেছি তিনি তার অফিসার ও ফোর্স দিয়ে এই খাদ্য সামগ্রী কর্মহীন মানুষের মাঝে তিনিসহ তার অফিসারদের বেতন ভাতা থেকে আরো অনেক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com