স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদলের পরামর্শে ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর পক্ষ থেকে হবিগঞ্জে গরিব, অসহায় ও করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে ফল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল রহমান শাওন, সহ সাধারণ সম্পাদক আব্দুর রউফ, দপ্তর সম্পাদক নাজমুস সাকিব শুভ, অর্থ সম্পাদক দেওয়ান শাকিল চৌধুরী, জেলা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান, আরিফুল ইসলাম, মুহিদুল ইসলাম, খাইরুল আলম সিয়াম।
এব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অতীতে যে কোন সংকটময় মুহূর্তে দেশের মানুষের পাশে ছিল ইনশাআল্লাহ এখন ও থাকবে। মানুষকে মানুষভেবে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, করোনা রোগীদের অবহেলা করলে চলবেনা না, তাদের মানসিকভাবে শক্তি যোগাতে হবে তাদের চিকিৎসার যেন কোনো কিছু ঘাটতি না হয় সে দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।