শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

অসহায় আলেমদের পাশে মানবতার হাত বাড়িয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারীয়ান রেজাউল মোহিত খান

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪৬৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ প্রাণঘাতি করোনা ভাইরাসের থাবায় মানুষের হাহাকারের অন্ত নেই। সমাজের খেটে খাওয়া মানুষসহ বৃহৎ একটি অংশ করোনার কারনে কর্মহীন হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে এসব মানুষজন চরম এক অনিশ্চিয়তার মধ্যে দিনাতিপাত করছেন। এমনি অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বানিয়াচংয়ের কৃতি সন্তান, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক বাংলাদেশের (৩৩৮২) গভর্নর স্পেশাল এইড সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব রেজাউল মোহিত খান। তিনিসহ তাঁর পরিবারের পক্ষ থেকে জন্মস্থান বানিয়াচংয়ের ৩শ’ অসহায় আলেম এবং দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করছেন। আলহাজ্ব রেজাউল মোহিত খান বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের সভ্রান্ত এক পরিবারে (খান বাড়ি) জন্ম গ্রহণ করেছেন। তিনি এ পরিবারের জ্যেষ্ঠ সন্তান। তাঁর পিতার নাম মরহুম আব্দুস শহীদ খান। তিনিও একজন খ্যাতিমান পঞ্চায়েত ব্যক্তিত্ব ছিলেন এবং বহু স্কুল, মাদ্রাসা সুদক্ষভাবে পরিচালনা করেছেন। ছিলেন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার পরিচালনা কমিটির আমৃত্যু সভাপতি এবং শিক্ষানুরাগি। বানিয়াচং সুফিয়া-মতিন মহিলা ডিগ্রি কলেজ এবং সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বৃটেন প্রবাসী এম এ মতিন খান ওবিই ও বৃটেনের বিখ্যাত চিকিৎসক ডা. আব্দুল মুকিত খান তাঁর চাঁচা। বানিয়াচংয়ের তাবলীগ জামাতের কোটি টাকার উপরে ব্যয়ে নির্মাণাধীন জামে মসজিদটির ব্যয় বহন করছেন এম এ মতিন খান ওবিই। তা ছাড়া স্কুল, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহসহ বহু দাতব্য সংস্থার সাথে সম্পৃক্ত আছেন তিনি। পাশাপাশি বানিয়াচং থেকে প্রকাশিত জনপ্রিয় মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’ ও তরঙ্গ২৪.কম নামে অনলাইন পোর্টালের সম্পাদক মন্ডলীর সভাপতির দায়িত্বও সুচারুরূপে পালন করছেন। তিনি সব সময় জাতির সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবারও এর ব্যতিক্রম ঘটেনি। মহামারী করোনার এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বানিয়াচংয়ের বিশিষ্ট সাংবাদিক মখলিছ মিয়া জানান, আলহাজ্ব রেজাউল মোহিত খান অত্যন্ত সৎ ও বড় মনের একজন মানুষ। উনার মতো স্বজ্জন মানুষরা এ সমাজে এখনো আছেন বলেই সমাজে আলোর প্রদ্বীপ জ¦লছে। জাতির এ দূর্যোগময় পরিস্থিতিতে দরিদ্র ৩শ’ জন আলেম ও অসহায় মানুষদেরকে ঈদ উপলক্ষে নগদ অর্থ দিচ্ছেন যা তাদের অনেক কাজে লাগবে। ‘তরঙ্গ’ পত্রিকার বদৌলতে উনার সাথে মেশার এবং জানার সুযোগ হয়েছে আমার। তিনি একজন সাদা মনের পরোপকারি ব্যক্তিত্ব যা উনার মহৎ কর্মের মধ্যেই ফুটে উঠে। এ মানুষটির প্রতি অবিরাম শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com