স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আরও ৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জন পুরুষ, ১ জন মহিলা ও ১জন কিশোর রয়েছেন। তাদের মধ্যে ৩ জন সরকারি কর্মকর্তা কর্মচারিও আছেন। সোমবার বিকেলে সিলেট ও ঢাকা ল্যাব থেকে পৃথক রিপোর্ট দেয়া হয়। ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বাহুবল উপজেলার ১ জন, বানিয়াচং উপজেলার ২ জন ও আজমিরীগঞ্জ উপজেরার ১ জন। এ নিয়ে জেলায় এখনও পর্যন্ত ১০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ্য হয়েছেন ১১ জন এবং মৃত্যুবরণ করেছে এক শিশু।