স্টফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে গণসচেতনতা সৃষ্টির লক্ষে আজ ৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় শহরতলীর মাছুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঠি ও হা-ডু-ডু খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজকের প্রতিযোগিতার অংশ গ্রহণের জন্য ইতিমধ্যে ৬টি লাঠি ও ৬টি হা-ডু-ডু দল নাম তালিকাভূক্ত করেছে। প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও অংশগ্রহণকারীদের দেয়া হবে শান্তনা পুরস্কার।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এডঃ আব্দুল মজিদ খান এমপি, পুলিশ সুপার কামরুল আমীন, হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ প্রমুখ।